ভূমিকম্পে আপনি কি করবেন ?
- ভূকম্পন অনুভুত হলে আতঙ্কিত হবেন না।
- ভূকম্পণের সময় বিছানায় থাকলে বালিশ দিয়ে মাথা ঢেকে টেবিল , ডেস্ক বা শক্ত কোন আসবাবপ্ত্র এর নিচে আশ্রয় নিন ।
- রান্না ঘরে থাকলে গ্যাস এর চুলা বন্ধ করে দ্রুত বেরিয়ে আসুন।
- বীম , কলাম ও পিলার ঘেঁষে আশ্রয় নিন।
- শিক্ষা প্রতিষ্ঠানে অবস্থান কালে স্কুল ব্যাগ মাথার উপর রেখে শক্ত বেঞ্চ অথবা টেবিলের নিচে আশ্রয় নিন ।
- ঘরের বাহিরে থাকলে গাছ,উচু বাড়ি ও বৈদ্যুতিক খুঁটি হতে দূরে অবস্থান করুন ।
- গার্মেন্টস ফ্যাক্টরি, হাসপাতাল ,মার্কেট বা ছিনেমা হলে থাকলে বের হওয়ার জন্য দরজার সামনে ভিড় কিংবা ধাক্কাধাক্কি না করে দুই হাতে মাথা ঢেকে বসে পড়ুন।
- ভাঙ্গা দেয়ালের নিচে চাপা পরলে বেশি নাড়াচাড়ার চেষ্টা করবেন না । কাপড় দিয়ে মুখ ঢেকে রাখুন , যাতে ধুলা-বালি শ্বাসনালীতে না ঢোকে ।
- একবার কম্পন হবার পর আবার কম্পন হতে পারে। তাই সুযোগ বুঝে বের হয়ে খালি জায়গায় আশ্রয় নিন।
- উপর তলায় থাকলে কম্পন বা ঝুকি না থামা পর্যন্ত অপেক্ষা করুন,তাড়াহুড়া করে লাফ দিয়ে অথবা লিফট দিয়ে নামার চেস্ট করবেন না ।
- কম্পন বা ঝুকি থামলে সিঁড়ি দিয়ে দ্রুত বেরিয়ে পড়ুন এবং খোলা আকাশের নীচে অবস্থান নিন।
- গাড়িতে থাকলে ওভার ব্রিজ ,ফ্লাইওভার ,গাছ ও বৈদ্যুতিক খুঁটি থেকে দূরে থামান। ভুমিকম্প না থামা পর্যন্ত গাড়ির ভিতরে থাকুন।
- ব্যাটারিচালিত রেডিও , টর্চ লাইট ,পানি ও প্রাথমিক চিকিৎসার সরঞ্জাম বাড়িতে মজুত রাখুন।
- বিল্ডিং কোড মেনে ভবন নির্মাণ করুন।